মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ সোমবার ১ লা জানুয়ারি চুয়াডাঙ্গা ১ আসনের অন্তর্গত আলমডাঙ্গায় ঈগল মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি,আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে আসা ঈগল মার্কা প্রতিকের কর্মী সমর্থক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আলমডাঙ্গা পৌরআওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক। বিকাল ৩ টা থেকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হতে থাকে আলমডাঙ্গা এটিম মাঠ প্রাঙ্গণ। এসময়, হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের বাঁধভাঙ্গা উল্লাসে দিলিপ কুমার আগরওয়ালা বলেন, আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার উপহার আমি আপনাদেরকে দিবো আপনারা ৭ তারিখে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়, উন্নত মানের হাসপাতাল নির্মাণ করবো,এছাড়াও এই জনপদের প্রতিটা ইউনিয়নে মডেল মসজিদ মডেল মাদ্রাসা নির্মাণ করে দিবো।
Leave a Reply