আলমডাঙ্গা ব্যুরো ॥ সারা দেশের ন্যায় আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজে পালিত হয়েছে বই উৎসব। ১লা জানয়ারি ২০২৪ বেলা ৯টায় আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নতুন ক্লাসে অতিম শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে এই বই বিতরন উৎসব পালন করা হয়। এই বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জাকারিয়া হিরো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ লিয়াকত আলী মোল্লা লিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম,সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আতিক বিশ্বাস ও আই সিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল। এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা সোমা, সুমি, আয়েশা ও রুপা এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply