1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 1:43 pm
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় বাংলাদেশের

  • প্রকাশিত সময় Wednesday, December 27, 2023
  • 53 বার পড়া হয়েছে

এনএনবি : মাউন্ট মঙ্গানুইয়ের পর নেপিয়ার। টেস্টের পর ওয়ানডে। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে দুই ফরম্যাটে জয় পাওয়া বাংলাদেশ অপেক্ষায় ছিল টি-টোয়েন্টি জয়ের অতৃপ্তি মেটানোর। অবশেষে এলো সেই দিন।
তিন দিন আগে যে নেপিয়ারে ঐতিহাসিক ওয়ানডে জেতে বাংলাদেশ, বুধবার সেখানেই টি-টোয়েন্টি জয়ের আক্ষেপ ঘোচালেন নাজমুল হোসেনরা। স্বাগতিকদের ৫ উইকেটে হারাল সফরকারীরা।
নিউ জিল্যান্ডে এর আগে ১১টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছিল সব কটিতেই। এর মধ্যে ৯টিই ছিল কিউইদের বিপক্ষে।
গত শনিবার এই মাঠেই নিউ জিল্যান্ডকে তাদের মাঠে প্রথমবার ওয়ানডেতে হারায় বাংলাদেশ। সেদিন কিউইদেরকে ৯৮ রানেই গুটিয়ে দিয়েছিল বোলাররা। সেই একই উইকেটে টি-টোয়েন্টিতেও বোলাররা শুরু করে করলেন যেন ঠিক সেখান থেকেই। শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিউ জিল্যান্ড ১ রানেই হারায় ৩ উইকেট!
জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৪ রান তোলে নিউ জিল্যান্ড। বাংলাদেশের রান তাড়া খুব আদর্শ হয়নি। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তবে কয়েকজনের সম্মিলিত অবদানে ম্যাচ শেষ হয়ে যায় ৮ বল বাকি রেখেই।
এক প্রান্ত আগলে রেখে শেষ সময়ের দাবি মিটিয়ে ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ওপেনার লিটন কুমার দাস।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা অবশ্য মেহেদি। প্রথম ওভারে উইকেট নেওয়া অফ স্পিনার ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট। শেষ দিকে লিটনের সঙ্গে জুটিতে ম্যাচ শেষ করে অপরাজিত থাকেন ১৬ বলে ১৯ রান করে।
বাংলাদেশের জয়ের আরেক নায়ক শরিফুল। ওয়ানডের জয়ে তিন উইকেট শিকারি পেসার এবার টি-টোয়েন্টিতেও নেন তিন উইকেট। সহজ ক্যাচ না পড়লে চার উইকেটও হতে পারত তার।
ম্যাকলিন পার্কের উইকেট এ দিন একটু মন্থর ছিল। তবে ব্যাটিংয়ের জন্য ভয়ঙ্কর কিছু নয়। দুই দলের ব্যাটসম্যানরাই অব্য সেখানে সুবিধা করতে পারেননি।
মাঝারি রান তাড়ায় বাংলাদেশ শুরু করে প্রথম ওভারে রনি তালুকদারের ছক্কায়। তার বিদায় ঘণ্টা বেজে যায় অবশ্য পরের ওভারেই। তবে তিনে নেমে পাওয়ার প্লের দাবি মেটানোর চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। অ্যাডাম মিল্নকে তিনটি চার মারেন তিনি। বাউন্ডারি মারেন জিমি নিশামকেও।
নিশামের পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে মারার চেষ্টায় মিড অফে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (১৬ বলে ১৯)।
লিটনের ব্যাট তখনও নীরব। রান আসে আরেক প্রান্তে। ইশ সোধির প্রথম বলেই সুইপ করতে গিলে অল্পের জন্য আউট হননি সৌম্য সরকার। পরের বলেই স্লগ সুইপে বল পাঠান গ্যালারিতে। পরেরটিতে চার মারেন রিভার্স সুইপে।
বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্যও। বেন সিয়ার্সের বলে ফ্লিক করে বাউন্ডারি মারার পরের বলেই ক্রস ব্যাটে খেলে বোল্ড হয়ে যান তিনি। তার ১৫ বলে ২২ রানের ইনিংসটি অবশ্য রান রেটের চাপে পড়তে দেয়নি বাংলাদেশকে।
পরের জুটিতে দলকে বলপ্রতি রান করে দলকে আরেকটু এগিয়ে দেন লিটন ও তাওহিদ হৃদয়। নিজের ‘ট্রেডমার্ক’ হয়ে ওঠা শটে একটি ছক্কা মারেন হৃদয়। কিন্তু সতীর্থদের অনুসরণ করে তিনিও ফেরেন ১৮ বলে ১৯ রান করে।
পরের ওভারে যখন বাজে শটে উইকেট বিলিয়ে ফেরেন আফিফ হোসেন, বাংলাদেশ কিছুটা শঙ্কায় পড়ে যায়। আউট না হলেও লিটনকে তখনও সাবলিল মনে হচ্ছিল না। প্রয়োজনীয় রান রেট একটু একটু করে বাড়ছিল। শেষ ৩ ওভারে প্রয়োজন পড়ে ২৪ রানের।
তখনই চাপ দূর করে দেওয়া দুটি শট। সিয়ার্সকে একটি বাউন্ডারি মারার পরের বলে উড়িয়ে মারেন লিটন। সীমানায় ক্যাচ নেন ইশ সোধি। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে তা পা স্পর্শ করে সীমানা। বাংলাদেশের জয় তাতে নিশ্চিত হয়ে যায় অনেকটাই।
পরের ওভারে মিলন্নকে ইনসাইড আউটে দুর্দান্ত ছক্কার পর আরেকটি চার মেরে ম্যাচ শেষ করেন মেহেদি। লিটনের সঙ্গে তার জুটিতে আসে ২৫ বলে ৪০ রান।
টস জয়ী বাংলাদেশের দাপটের শুরু ম্যাচের প্রথম ওভার থেকেই। অফ স্পিনে টিম সাইফার্টের বরাবরের দুর্বলতার কারণেই হোক বা নতুন বলে মেহেদির অভ্যস্ততা, এই অফ স্পিনারকে দিয়ে শুরু করে বাংলাদেশ। তা কাজেও লেগে যায়। মেহেদির ঝুলিয়ে দেওয়া বলের লাইন মিস করে শূন্যতে বোল্ড হয়ে যান বিপজ্জনক টিম সাইফার্ট।
আরেক আগ্রাসী ওপেনার ফ্যাবিয়ান অ্যালেন রান করতে পারেন বটে। তবে কেবল ১। ম্যাচের দ্বিতীয় ওভারে শরিফুলের বলে স্লিপে ধরা পড়েন তিনি।
পরের ডেলিভারিতেই শরিফুলের ভেতরে ঢোকা বল বুঝতেই পারেননি গ্লেন ফিলিপস। না খেলে ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন তিনি শূন্য রানে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
১ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে নিউ জিল্যান্ড।
প্রথম বাউন্ডারির দেখা পায় তারা চতুর্থ ওভারে। শরিফুলকে টানা দুটি চারে পাল্টা আক্রমণের চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু মেহেদির দারুণ ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে যান ১৪ করে।
২০ রানে ৪ উইকেট হারানো দলকে কিছুটা এগিয়ে নেন মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। পাওয়ার প্লের শেষ ওভারে তানজিম হাসানকে দুটি ছক্কা ও একটি চার মারেন চ্যাপম্যান।
চ্যাপম্যানের ইনিংস্ অবশ্য বেশি বড় হয়নি। রান বাড়ানোর তাড়ায় লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রথম ওভারেই উড়িয়ে মেরে সীমানায় ধরা পড়েন তিনি ১৯ বলে ১৯ করে।
এরপরই নিউ জিল্যান্ড পায় ইনিংসের সেরা জুটি। ৩১ বলে ৪১ রান যোগ করেন জিমি নিশাম ও মিচেল স্যান্টনার। অন্য বোলারদের তৈরি করা চাপ কিছুটা সরে যায় তানজিমের আলগা বোলিংয়ে। তার এক ওভারে দুটি চার মারেন স্যান্টনার, ছক্কায় ওড়ান নিশাম।
২২ বলে ২৩ করা স্যান্টনারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সেই শরিফুল। সামনে ডাইভ দিয়ে ভালো ক্যাচ নেন সৌম্য সরকার।
ইনিংসের তখনও ৫ ওভারের বেশি বাকি। দল তাকিয়ে ছিল নিশামের ব্যাটে। রিশাদকে টানা দুই বলে ছক্কা ও চার মারেন তিনি। মুস্তাফিজুর রহমানের বল আছড়ে ফেলেন স্টেডিয়ামের বাইরে।
পরের বলেই একটি ফুল টস পেয়ে নিশাম আলতো করে বল তুলে দেন আফিফ হোসেনের হাতে। এমন ডেলিভারিতে আউট হয়ে হতাশা লুকাননি তিনি।
২৯ বলে ৪৮ রান করে তিনি স্পর্শ করেন এই সংস্করণে আগের সর্বোচ্চ স্কোরকে।
রিশাদ ও রনির ভুল বোঝাবুঝিতে চতুর্থ উইকেট থেকে বঞ্চিত হন শরিফুল। সহজ ক্যাচ দিয়ে বেঁচে গিয়েও অবশ্য তেমন কিছু করতে পারেননি টিম সাউদি। তবে শরিফুলের শেষ বলকে ছক্কায় ওড়ান অ্যাডাম মিল্ন, ইনিংসের শেষ বলে তানজিমকে উড়িয়ে মারেন গ্যালারিতে।
নিউ জিল্যান্ডের রান তাতে পেরিয়ে যায় ১৩০। সেই পুঁজি নিয়ে কিছুটা লড়াই তারা করতে পারে বটে। কিন্তু শেষ পর্যন্ত জয় বাংলাদেশেরই।
গত বছর জানুয়ারিতে প্রথম টেস্ট জয়ের পর এবারের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়Ñ অবশেষে নিউ জিল্যান্ডে তিন সংস্করণেই জয়ের দেখা পেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিল্ন ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মেহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, রনি ১০, শান্ত ১৯, সৌম্য ২২, হৃদয় ১৯, আফিফ ১, মেহেদি ১৯*; সাউদি ৪-০-১৬-১, মিল্ন ৩.৪-০-৩৯-১, নিশাম ১-০-৭-১, সিয়ার্স ৪-০-৩৬-১, সোধি ২-০-২০-০, স্যান্টনার ৪-০-১৬-১)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640