1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 2:24 pm

ভেড়ামারার সাতবাড়ীয়া হাইস্কুল মাঠে কামারুল আরেফিনের ট্রাক মার্কার নির্বাচনী বিশাল জনসভা

  • প্রকাশিত সময় Tuesday, December 26, 2023
  • 113 বার পড়া হয়েছে

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া হাইস্কুল মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব কামারুল আরেফিনের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ এর সঞ্চালনায় উক্ত জনসভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম বিশ্বাস, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, ভেড়ামারা ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ও বাংলার মাটির রক্ষা জাতীয় কমিটির সভাপতি সোলায়মান চিশতী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  এছাড়াও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহব্বায়ক মনিরুল হাসান শিশির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সোহানুর রহমান সোহাগ, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারন সম্পাদক আরাফাত রহমান বাঁধন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আহামেদ রকি সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমীক লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধরমপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে যুবলীগের ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল সহকারে দলে দলে জনসভায় যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640