আলমডাঙ্গা ব্যুারো ॥ আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের কেদারনগরে ফকির আবুল শাহ-এর ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২দিনব্যাপী শুভ সাধুসঙ্গ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ৭,৮ পৌষ ১৪৩০ এবং ২২,২৩ ডিসেম্বর ২০২৩,শুক্র ও শনিবার কেদারনগর বাউল আশ্রমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সুরুত আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল। শিমুল ও পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলগাছি ইউপি সদস্য রবিউল ইসলাম, লাল্টু আলী, রায়হান আলী,সাবেক মেম্বার বিপ্লব হোসেন, আইনাল হক,আলীম উদ্দীন,কেদারনগর বাউল আশ্রমের প্রধান খাদেম ফকির মজিবর শাহ,গদিনিশি ফকির আমজাদ শাহ।সাবেক মেম্বার সুফিয়া খাতুন ও সকল ভক্তবৃন্দের আয়োজনে সাধু খেদমতে আলী হক,রাহেন,কলম,খেদের, আব্বাস,আশাদুল, মহাসিন,আলী হোসেন,কামাল,বিমল,বাবুল,আনারুল রশিদসহ বেশ কজন। এছাড়াও এ অনুষ্ঠানে অসংখ্য ভক্ত বৃন্দ ও সাধু গুরু উপস্থিত ছিলেন।
Leave a Reply