স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার গণসংযোগ
মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কার প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও শোভাযাত্রা অব্যাহত রেখেছেন। সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মী নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করছেন। এছাড়া চুয়াডাঙ্গা শহরে কয়েক হাজার নারীসহ নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করে সাধারণ ভোটারদের মনে আলোড়ন তুলেছেন।
এদিকে, আলমডাঙ্গায় ৫ হাজার নারীসহ প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা, পথসভা করে গণজোয়ারের সৃষ্টি করেছেন। প্রতীক বরাদ্দের দিন থেকে চুয়াডাঙ্গা সদর ৫টি ও আলমডাঙ্গা উপজেলার ১৫টি মোট ২০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়ে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন দিলীপ কুমার আগরওয়ালা।
কর্মসূচিগুলোতে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এসএসসি ৮৫ ব্যাচের বন্ধুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।
Leave a Reply