কুমারখালী প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে এবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন বর্তমান সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রাজনৈতিক পরিবারের সন্তান সেলিম আলতাফ জর্জ। সেলিম আলতাফ জর্জের দাদা শহীদ গোলাম কিবরিয়া সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর চাচা মরহুম আবুল হোসেন তরুণ ও চাচী সুলতানা তরুণ সংসদ সদস্য ছিলেন। জর্জ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন তাঁকেই দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জর্জের সাথে যাঁরা নৌকায় ছিলেন, এবার তাঁরা স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাকে চড়েছেন। এবার জর্জের সাথে আছেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংবাদিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের একাংশ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনিও নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীদের সাথে নিয়ে। রউফকে সমর্থন জানিয়ে (ট্রাক) নির্বাচনী কর্মকান্ডে অংশ নিচ্ছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা নওশের আলী, জেলা পরিষদের সদস্য সেলিম হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান,যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ বারের নির্বাচনে কুমারখালী ও খোকসা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভক্তি বিরোধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ধারণা করছেন সাধারন ভোটার ও সচেতন মহল। সম্প্রতি স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে প্রকাশ্যে মারধর, গাড়ি ও নির্বাজনী অফিস ভাংচুর, সভা সমাবেশে হুমকি উচ্চারণ কারায় সাধারণ ভোটার সহ সচেতন মহল শঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ নেতাদের সাথে আলাপকালে জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতারা সাংসদ জর্জ থেকে দুরে চলে যান। দীর্ঘ সময়ের দলীয় বিরোধের প্রভাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছুটা দেখা দিতেই পারে। বিশেষ করে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়া ও তার পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা না থাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ভাগাভাগি হয়ে গেছেন। কিন্তু নৌকার প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা, ভাংচুর ও রক্তাত্ব করছেন।এদিকে, সাবেক সাংসদ আব্দুর রউফ এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন। তাঁকে সমর্থন দিয়ে নির্বাচনী কর্মকান্ডে অংশ নিতে শুরু করেছেন, জাহিদ হোসেন জাফর, আব্দুল মান্নান খান সহ তাঁদের অনুসারি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। এমনকি স্থানীয় প্রতিনিধিরা পর্যন্ত বিভক্ত হয়ে গেছেন। অন্যদিকে, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে নির্বাচনী কর্মকান্ডে অংশ নিচ্ছেন। তবে কুষ্টিয়া -৪ আসনের (খোকসা-কুমারখালী) সাধারণ ভোটার সহ অধিকাংশ মানুষ নির্বাচন সুষ্ঠু ও সংঘাত মুক্ত শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে মনে করেন।
Leave a Reply