কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া – ৪ ( কুমারখালী – খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সমর্থক ও আ’লীগ নেতাকর্মীদের ওপর এক রাতে পৃথক পৃথক স্থানে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এতে রউফের সমর্থকদের মাইক্রোবাস ও নির্বাচনী কার্যালয় ভাংচুর এবং পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগও পাওয়া গেছে। গত বুধবার রাত সোয়া ৭ টায় কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি ভাংচুর করা হয়েই , রাত ৯ টার দিকে কয়া ইউনিয়নের কয়া বাজারে নির্বাচনী কার্যালয়ে ভাংচুর এবং রাত ১১ টার দিকে যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া মোড়ে সমর্থকদের ওপর হামলা ও পোষ্টার ছেড়ার ঘটনা ঘটেছে। অপরদিকে রাত সোয়া আটটার দিকে নন্দলালপুরে গাড়ি ভাংচুরের ঘটনায় নৌকার সমর্থক এক ইউপি সদস্যকে একদিনের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ড প্রাপ্ত ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম। তিনি নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
সাধারণ ভোটারদের ভাষ্য, প্রতিদিনই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তাঁরা এনিয়ে আতঙ্কিত। দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। এছাড়াও ডজন খানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মঞ্চে ছিলেন। সেসময় নৌকা প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক শরিফুল ইসলামসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে পালানোর চেষ্টা করে। উপস্থিত জনতা শরিফুল ইসলামকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।
আরো জানা গেছে, রাত ৯ টার দিকে কয়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা করেন নৌকার সমর্থক আশরাফুল ইসলাম, মো. শাহিন, মোঃ আনিচ, মোঃ পাভেলসহ আট – দশ জন। তাঁরা নির্বাচনী প্রচারণা বন্ধ করে কার্যালয় ভাংচুর এবং সামিয়না ছিড়ে ফেলে দেয় । এরপর রাত ১১ টার দিকে যদুবয়রা ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের বহলবাড়িয়া মসজিদ সংলগ্ন মোড়ে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়াকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর সমর্থক তপন, স্বপন, সোহরাব হোসেন, মিকাইলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রজব আলী, সাইদুল ইসলাম, ওয়াদুদ হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান জানান, উৎসবমূখর ভোট করতে দল থেকে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করেছে। তাঁর আসনে স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় ও যোগ্য হওয়ায় তিনি ট্রাক মার্কায় ভোট করছেন। গত বুধবার সন্ধায় সভা চলাকালে তাঁর গাড়িতে ভাংচুর করেছে নৌকা প্রার্থীর ক্যাডার বাহিনী।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ বলেন, নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেজন্য ওই প্রার্থী ও তাঁর সমর্থকরা নিয়মিত আমার লোকদের ওপর হামলা ও ভয়ভীতি দিয়ে আসছেন। তিনি আরো বলেন, এক রাতেই তিনটি স্থানে হামলা চালিয়েছেন প্রতিপক্ষরা।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রার্থী সেলিম আলতাফ জর্জ জানান, দলীয় মনোয়ন না পেলেই আব্দুর রউফ স্বতন্ত্র দাঁড়িয়ে যান। জনগণ স্বতন্ত্র প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য নিজেরাই ভাংচুর করে অন্যদের দোষারোপ করছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাহবুবুল হক জানান, স্বতন্ত্র প্রার্থীর সভা চলাকালীন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি গাড়ি ভাংচুর করেছে। একজনকে একদিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়ার ঘটনায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেকোনো ঘটনায় অভিযোগ পেলেই তদন্ত টিম কাজ করছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুখে দিতে এবং ভোটের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply