মোঃ বশিরুর আলম ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী জনাব মোঃ হাসান আলী প্রাথমিক শিক্ষার নিবেদিত প্রাণ। তার সাথে কথা বলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক আজকের আলো পেপারের প্রতিবেদক। উপজেলা শিক্ষা অফিস, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা এর হিসাব সহকারী জনাব মোঃ হাসান আলী বলেন আমার চাকুরী জীবনের দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে উপজেলা পর্যায়ের অফিসগুলো প্রাথমিক শিক্ষার প্রাণ কেন্দ্র। উপজেলা শিক্ষা অফিসের সেবার মান যত ভালো হবে বিদ্যালয় পর্যায়ে শিক্ষকগণ ততবেশি নিবেদিত প্রাণে শ্রেণি পাঠদানে আগ্রহী হয়ে উঠবে। কোমলমতি শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিগত দশ বছরে যে পরিমাণ পদ সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রতিটি উপজেলা শিক্ষা অফিসে সে তুলনায় কম সংখ্যক পদ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারীগণ খুবই নিবেদিত প্রাণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের সম্মানিত শিক্ষকগণ অফিস থেকে তাদের প্রয়োজনীয় সেবা দ্রুততম সময়ে পাওয়ার কারণে তারা স্কুলে শ্রেণি পাঠদানে অধিক মনোযোগী হতে পেরেছে। ফলে উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে যথেষ্ঠ ভুমিকা পালন করছে। আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসে ই-মেইল, ম্যাসেঞ্জার, হোয়াসটঅ্যাপ, ফেসবুক পেজ ব্যবহারের মাধ্যমে স্মার্ট অফিস সেবা প্রদান করা হচ্ছে। আমার দৃষ্টিতে উপজেলা শিক্ষা অফিসগুলো যত বেশি অনলাইন নির্ভর সেবা প্রদান করবে সেটাই প্রাথমিক শিক্ষার জন্য মঙ্গল বয়ে আনবে ইনশাআল্লাহ।
Leave a Reply