ইবি প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের নিচ তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে মধ্যরাত পর্যন্ত ভোট গণনা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে ১৫ পদের বিপরীতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও সভাপতি পদে আরও একজন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে টিপু-মুকুট পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করে। মোট ৪৯৯ ভোটারের মধ্যে ৪৮৮ জন ভোট দেন। এতে বিজয়ী সভাপতি টিপু সুলতান ২৭৪ ভোট পেয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুল ইসলাম জোহা পেয়েছেন ১৫২ ভোট। এছাড়া সভাপতি পদে এককভাবে প্রতিদ্বন্দিতাকারী মীর মোর্শেদুর রহমান পেয়েছেন ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ওয়ালিদ হাসান মুকুট পেয়েছেন ২৭৯ ভোট। তার নিকটতম প্রার্থী রাসিদুজ্জামান খান টুটুল পেয়েছেন ১৯৬ ভোট। এছাড়া সাতটি ভোট বাতিল হয়। নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন স্বপন (২৮০) ও বাবুল হোসেন (২৫৬), যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল ইসলাম খান (২৮৭), কোষাধ্যক্ষ মো. হুসাইন (৩১৬), প্রচার ও দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক (৩০৫), সাংস্কৃতিক ও সাহিত্য-পত্রিকা সম্পাদক মশিউর রহমান টোকন (২৭৬) ও মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা পারভীন (২৭২)। কার্যনির্বাহী সদস্য হিসেবে অশোক চন্দ্র বিশ্বাস (২৪৬), আনিছুর রহমান আনিচ (২৪৬), ওয়ালিউর রহমান সেতু (২৯৮), মিরাজুল ইসলাম (৩০৪), আব্রাহাম লিংকন (২৭১) ও জে এম ইলিয়াস (২৭৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply