ভারতের রাজধানী নয়া দিল্লির সঙ্গে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কের পাশে নিজের খাবারের দোকানে শুয়ে আছেন অসিন শর্মা। মহাসড়কের ওই অংশে এ ধরনের পাঁচটি দোকান। এই রাস্তায় চলার সময় হঠাৎ দুয়েকটা গাড়ি হয়ত থামে। বেশ সতর্কভাবে উঁকি দিয়ে চা কিংবা পানি চায়। শর্মার দোকানের তন্দুর ঠা-াই পড়ে থাকে, এর ব্যবহার এখন বন্ধ। ৩৫ বছর বয়সী অসিন শর্মা বলেন, “আমার অবস্থা খুবই খারাপ, ধাবা হয়ত বন্ধ করে দিতে হবে। আমাদের হাতে কাজ নেই, অথচ অনেক খরচ টানতে হচ্ছে। খুবই দুর্দশায় আছি।” ভারতে এ ধরনের খাবারের দোকান স্থানীয়ভাবে ‘ধাবা’ নামে পরিচিত। রাস্তার পাশে এরকম ধাবার চল রয়েছে সবখানেই। বিশেষ করে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ মহাসড়কগুলোর পাশে নিয়মিত বিরতিতেই এ ধরনের ধাবা চোখে পড়বে। কিন্তু করোনাভাইরাসের মহামারী শুরুর পর খদ্দেরের অভাবে চরম দুঃসময় পার করছে এসব ধাবার মালিক এবং কর্মীরা। বিভিন্ন রাজ্য সরকার চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করলেও স্বাস্থ্যঝুঁকির শঙ্কায় খুব বেশি মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে ধাবাগুলো বেশিরভাগ সময়ই খদ্দেরশূন্য থেকে যাচ্ছে। অনেক ধাবা পারিবারিকভাবে পরিচালিত, লাখ লাখ মানুষ কাজ করে এসব খাবারের দোকানে। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা যেমন আছে, অন্য রাজ্য থেকে আসা শ্রমিকও কম নয়। মহামারীর কারণে এরা সবাই পড়েছে অসহায় পরিস্থিতির মধ্যে। ভারতের পুরো ভ্রমণ ও পর্যটন শিল্পই আসলে কঠিন সময়ে পড়েছে। ভারতের অর্থনীতির অধঃগতিও এই ভোগান্তির অন্যতম কারণ। শুক্রবার ভারতে ৬২ হাজার ৪৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গত ৯ মে-তে শনাক্ত হওয়া চার লাখের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম। তবে সংক্রমণের এই দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই ভারতে তৃতীয় ঢেউয়ের হুঁশিয়ারি দিয়েছেন
Leave a Reply