মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা অফিস ॥ গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে নওদা বন্ডবিল গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মজিবর রহমান (৫৫) তার নিজ বাড়ীর পশ্চিম পার্শ্বে নওদা বন্ডবিল গ্রামের গোরস্থানের পিছনে, ঠান্ডু মিয়ার পুরাতন ইটের ভাটার পিছনের মাঠে ধান খোলা দেখতে গেলে হঠাৎ করে বাঁজপাখি মৌঁচাকে ঠোকর দিলে, শতশত মৌমাছি মজিবারের উপর হামলা চালায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে কয়েকজন সেখানে গিয়ে, তাকে উদ্ধার করে, ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদের চেম্বারে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।আশপাশের লোকজন সহ আত্মীয় স্বজন তাকে একনজর দেখতে ছুটে আসে।মজিবর খুব নিরীহ প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিল। সে দিনমজুরীর কাজ করে করে সংসার চালাত। পরিবারে উপার্জন ক্ষম ব্যাক্তি হিসেবে সে ছাড়া আর কেউ নেই। মৃত্যু কালে স্ত্রী,১ ছেলে,১ মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ৯ টার সময় নওদা বন্ডবিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে সাড়ে ৯ টার সময় নওদা বন্ডবিল কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
Leave a Reply