কাগজ প্রতিবেদক ॥ সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করায় কুষ্টিয়ার কুমারখালীতে ২৪ জনকে ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধায় কুমারখালীর কাজীপাড়া মোড়, গণমোড়, হলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। এসময় কুমারখালী থানা পুলিশ,জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান বলেন, করোনায় সংক্রমণ প্রকোপ আকার ধারণ করছে। সবাইকে আবশ্যিক সরকারি বিধি মান্য করতে হবে। অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আজ সন্ধায় অভিযান চালিয়ে ২৪ জনকে ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply