মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার আলমডাঙ্গা বধ্যভুমি পরিদর্শন শেষে নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল বেলা ১১ টার সময় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়ে কর্মীদের খোজ খবর নেন। সামনে বিজয়ের মাস, এই মাসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বে পাক দানাদার দের কাছ থেকে দেশ মুক্ত হয়েছিল।বীর মুক্তিযোদ্ধা এমপি ছেলুন সেই সব দিনের কথা স্বরণ করেন।এবং সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ জাতীর পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্য, জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত অধিকারি, সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা। পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা.অমল কুমার বিশ্বাস, সহ-সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহিন উৎপল, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, আবু সাইদ পিন্টু, শেখ আশাদুল হক মিকা, মুন্সি ইমদাদুল হক, হাসানুজ্জামান সরোয়ার, মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, এজাজ ইমতিয়াজ বিপুল, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান চঞ্চল, সোহানুর রহমান সোহান, বাড়াদী ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন, জামজামির সভাপতি দিদার আলী, সম্পাদক রাহাব আলী, কালিদাশপুরের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক শেখ শামিম, জেহালার সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার,আব্দুল মালেক, খাসকরারর মোস্তাফিজুর রহমান,সম্পাদক বিল্লাল হোসেন,কুমারির সম্পাদক আব্দুর রাজ্জাক,বাড়াদীর সম্পাদক লাল্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার সামিম, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা বাদশা, সাকিব, অটল, রকি,প্রমুখ। এর আগে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি আলমডাঙ্গা বধ্যভুমি পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু সময় অবস্থানের পর দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে চা চক্রে মিলিত হন।এসময় এমপি ছেলুন জোয়ার্দার বলেন, যেহেতু প্রতীক বরাদ্ধের আগে নির্বাচনী প্রচার চালানো আচরন বিধি পরিপন্থি।তাই সকলকে নির্বাচনী আচরন বিধির প্রতি সম্মান রেখে প্রতীক বরাদ্ধের আগে প্রচার প্রচারনা চালানো থেকে বিরত থাকতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
Leave a Reply