বশিরুল আলম,আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ঝিনাইদহ দুর্নীতি দমন অফিস থেকে অনুমোদনের পর গতকাল (শুক্রবার) বিকাল তিনটায় নবগঠিত কমিটির সদস্যদের আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নতুন কমিটির সভাপতি আশরাফুল আজাদ, সাধারণ সম্পাদক বিজেস কুমার রামেকা, সহ-সভাপতি জাকারিয়া হিরো, সহ-সভাপতি ওহিদা খাতুন, এবং সদস্য মোঃ বশিরুল আলম, মোঃ ওয়াজেদ আলী, মোঃ এমদাদুল হক, মুফতি মেহেদী হাসান ও মোছাঃ আফরোজা খাতুন। সভাপতি কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দুর্নীতি হলে বা হয়ে থাকলে নির্ভয়ে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে কমিটিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
Leave a Reply