মীর ফাহিম ফয়সাল ॥ আলমডাঙ্গা ঐশিকা সংস্থার আয়োজনে মুজিবনগরে আনন্দ ভ্রমণ ও পিকনিক সম্পন্ন হয়েছে। গতকাল আলমডাঙ্গা থেকে সকাল ৮ টার সময় ঐশিকার সদস্যরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। জানা গেছে আমেরিকা প্রবাসী এম এ মান্নান রতন জমিদার এর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা ঐশিকা সংস্থা গড়ে তুলেছেন দারিদ্র বিমোচন করার আত্মপ্রত্যয় নিয়ে।এছাড়াও আগামীদিনে পানি বিশুদ্ধকরিণে সমাজে বড় ভূমিকা রাখবে বলে এম এ মান্নান রতন জমিদার আশাবাদ ব্যাক্ত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রফেশন অফিসার সানোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসাইন, কবির দুদু,কামাল হোসেন,সাজ্জাদ হোসেন,মফিজ উদ্দিন,রকিবুল ইসলাম, হৃদয় আহম্মেদ,গোলাম সওয়ার, মানিক মিঞা, সোনারোদ্দিন,জয়নাল, ইয়ানুর,তাইফুর রহমান,সাকিল আহম্মের,কনক,সাইদ হিরণ,টিনু প্রমুখ।
সার্বিক পরিচালনায় ছিলেন সাঈদ আহম্মেদ,মোবারেক হোসেন,সার্জন।
Leave a Reply