কাগজ প্রতিবেদক ॥ নিজ জমিতে ধান কাটতে গিয়ে হত্যা মামলার আসামীদের হামলার শিকার হয়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার সান্দিয়াড় পীতাস্বরবর্তী এলাকার মৃত বনমালী অধিকারী’র পুত্র নিতাই অধীকারী। এই বিষয়ে কুমারখালী থানা ও কুষ্টিয়া র্যাব অফিসে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছে ভুক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ নভেম্বর) সে তার জমিতে ধান কাটতে গেলে একই এলাকার তোফাজ্জেল হোসেন’র পুত্র মোতালেব হোসেন (২৭) পিতা ধান কাটতে বাধাগ্রস্ত করে বলে ধান আমরা কাটব তুই বাড়ি চলে যা এবং বকাবাজি হুমকি ও দেশ ত্যাগের হুমকি দেখায়। মোতালেব আরো বলে আমাদের টাকা দরকার তাই আমরা ধান কেটে নেব আর এই বিষয়ে কাওকে জানালে মেরে ফেলব। এরপর ভুক্তভোগী বিষয়টি কুমারখালী থানায় অবহিত করে বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, ঘটনা জানার পর কুমারখালী খানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ভুক্তভোগী নিতাই অধীকারী’কে ধান কাটতে বলেন এবং কোন সমস্যা হলে দেখব বলে আশ^স্ত করেন। থানা পুলিশের নিকট থেকে আশ^াস পাওয়ার পরে ভুক্তভোগী নিতাই অধীকার পুনরায় তার জমিতে ধান কাটতে গেলে একই এলাকার তাফাজ্জেল হোসেন’র পুত্র মোতালেব হোসেন, ছরন আলী’র পুত্র রমজান আলী, ইছামত আলী’র পুত্র হাফিজুর রহমান, মৃত ইজাব আলী’র পুত্র আবেদ আলী এবং শহিদুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম তাকে অকত্য ভাষাই গালাগালি করে রড, হাতুরি ও বাটাম দিয়ে বেদম মারপিট করে। এরপর নিতাই অধীকার অসুস্থ অবস্থায় কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বিষয়টি আবারো কুমারখালী খানায় জানায় এবং পুলিশ প্রহরায় ধান কেটে বাড়ি আনে। এই বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলেও ভুক্তভোগী নিতাই অধীকার জানিয়েছেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরেও পুলিশ অশ^স্থ করলও এখন পর্যন্ত কাউকে আটক করেনি। অন্যদিকে থানায় অভিযোগ দেওয়ার কারণে সান্দিয়াড়া পীতাম্বরবসীর মৃত আকবর আলী’র দুই পুত্র কবির মোল্লা ও সুইটি মোল্লা এবং সান্দিয়াড়া দক্ষিন মূল্লগ্রামের তালেব জদ্দার’র পুত্র সাফিন হোসেন ও কুমারখালী উপজেলার পান্টি দাশবসি এলাকার কোরবান আলী’র পুত্র তাহাজ্জত আলী মধ্য রাতে বাড়ির সামনে এসে বকাবাজি সহ দেশত্যাগের হুমকি পূর্বক মারধর করে।
এই বিষয়ে জানতে কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম নিতাই অধীকারী ইতিমধ্যে ধান কেটে বাড়ীতে নিয়ে গেছে। এখন আর কোন ঝামেলা নেই।
Leave a Reply