মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং জয় গুরুর ব্যক্তিগত যায়গা দখল করে, দীর্ঘদিন সেখানে বালির স্তুপ জমিয়ে রেখে রমরমা ব্যবসা করে আসছে,একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, গোলাপ মিস্ত্রি। বালি সরিয়ে নিতে বললে, সে হুমকি ধামকি দেয় বলে, জানা যায়। তাদের দাবি,বালি সরিয়ে নিয়ে তাদের যায়গা যাহাতে খালি করে দেয়, জবরদখলকারী গোলাপ।
Leave a Reply