ইবি প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, যখন আমি ক্লাসে যাই তখন আমার প্রথম কর্তব্য হওয়া উচিত লেকচার দেয়া না। আমার প্রথম কাজ হওয়া উচিত আমার শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখানো। তাদেরকে উসকে দেওয়া। যতই আমরা তাদেরকে প্রশ্ন করতে শেখাতে পারবো ততই আমরা সমৃদ্ধ হবো এবং ভালো শিক্ষক হিসেবে আমাদের মর্যাদাকে আমরা উপরে তুলে ধরতে পারবো। আমরা তাদের ফিলোসফার। আমরা তাদের গাইড।
৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ ২২ নভেম্বর টিএসসিসিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, স্টুডেন্টস ই-পেমেন্ট কার্যক্রমের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন। সকলকে ৪৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, কতটুকু আমরা উন্মোচন-সৃজন-বিতরণ করতে পেরেছি, যারা রিসিপিয়েন্ট এন্ডিং তারা কতটা এর থেকে উপকারভোগী, এই বিশ্লেষণটা স্ব-স্ব স্টেক হোল্ডার স্ব-স্ব অবস্থান থেকে যদি করেন সেটাই হবে জন্মদিনের প্রকৃত উপলব্ধি। তিনি বলেন, আমাদের ৩৭টা কম্পোনেন্টের ডেভেলপমেন্ট কাজ চলছে, ইতোমধ্যে ১১টা কম্পোনেন্টের কাজ শেষ হয়ে গেছে। আমাদের পূর্ব ও পশ্চিম দিগন্তে নতুন যে রেখার উদ্ভব হয়েছে আমি বিশ্বাস করি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত চেহারা পাল্টে যাবে। আমরা ৭৫ থেকে ৮০ ভাগ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে পারব। আমাদের শিক্ষকদের থাকার জায়গার ব্যবস্থা করতে পারবো। আমাদের ক্লাস-রুমের সংকট থাকবে না। তিনি আরও বলেন, এখন থেকে দুই বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উনি রূপান্তর ঘটাবেন। আমরা যে ই-পেমেন্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে এক ধাপ পা বাড়িয়ে দেয়া। তিনি আনন্দের সঙ্গে জানান, ২০২৪ সালে ইসলামী বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। মনকে পরিশুদ্ধ করে জ্ঞান আহরণ, সৃজন ও বিতরণের মাধ্যম অব্যাহতভাবে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার তাগিদ দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম ।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তির প্রতীক পায়রা এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ পর্যায়েও তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচি উদ্বোধন শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের উপস্থিতিতে বিশ^বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। সেখানে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর (৩ দিন) প্রধান গেট, বিভিন্ন ভবন, স্থাপনা ও চত্বর আলোকসজ্জিত থাকবে। এছাড়াও আলপনা অঙ্কন ও সড়ক রঙিন পতাকাসজ্জিত করা হয়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন তার দুইটা কম্পোনেন্ট। তা হলো, পেপারলেস এবং ক্যাশলেস সোসাইটি। এই দুইটা জিনিস যদি আমরা ২০৪১ সালের মধ্যে করতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশে আমরা প্রবেশ করতে পারবো। আমাদের ছাত্র-ছাত্রীরা এখন থেকে আর ডাইরেক্ট কোন পেমেন্ট করবে না, এই জায়গায় আমাদের অগ্রগতি হলো। এই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যকে মনে রাখতে হবে আমাদের কার্যক্রমে যেন বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত না হয়। বিশ্ববিদ্যালয় জন্য উপকৃত হয়। আসুন সকলে মিলে আমরা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করি।
ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় ব্যাপক সুনাম অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ দেশে এবং দেশের বাইরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পরিম-লে সততা ও যোগ্যতার স্বাক্ষর রেখে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
আলোচনা সভা শুরুর আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের গেটের সামনে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহযোগিতায় বুননের আয়োজনে ‘৪৫’র পরিবর্তনের ধারায় ইসলামী বিশ^বিদ্যালয়’ শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর। এছাড়াও ইসলামী বিশ^বিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আরেকটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি।
Leave a Reply