মোঃ বশিরুল আলম ॥ বাংলাদেশের অবহেলিত এক জনগোষ্টি ওড়াও সম্প্রদায় ভুক্ত একটি জাতি, যারা চা শ্রমিক হিসাবে পরিচিত। তারা ভারতের উড়িষ্যা প্রদেশ হতে আগত। কথিত আছে ব্রিটিশ বেনিয়ারা যখন এদেশে চায়ের বাগান করে বেসাতি শুরু করে তখন ভারতের উড়িষ্যা প্রদেশ হতে কিছু আদি নারী পুরুষদের চোখ বেঁধে রেলগাড়িতে চড়িয়ে বৃহত্তর সিলেট অঞ্চলে নিয়ে আসে এবং চোখ খোলে দিয়ে তাদের নতুন আবাস্থল বিভিন্ন চা বাগানে শ্রমিক হিসাবে কাজে নিয়োজিত করে। চোখ বাঁধা অবস্থায় আনার কারনে কোথায় এসেছে তারা অনুভব করতে পারে নাই এবং ফিরে যাওয়ার পন্থাও অজানা তাই উপায়ন্তর না দেখে এখানেই ভাগ্য নির্ধারিত মনে করে তখন থেকে আজও বংশ পরম্পরায় চা শ্রমিক হিসাবে কাজ করে দেশের উন্নয়নে বিরাট ভুমিকা রেখে চলছে । তৎকালীন পাকিস্তান আমলে তাদের কোন নাগরিকত্ব ছিলোনা। বাংলাদেশের অভ্যুদয়ের পর পরই বঙ্গবন্ধু সরকার তাদেরকে নাগরিকত্ব প্রদান করেছিলেন। তেলিয়াপাড়া, সাতছড়ি, শ্রীমগংল এলাকায় বিভিন্ন চা বাগানে তাদের কর্মস্থল বেশী। তারা ভবিষ্যৎ নিয়ে ভাবেনা। শ্রমের বিনিময়ে যা রোজগার করে তার সবটুকুই আহারের পিছনে ব্যয় হয়ে যায়। ভালো পোষাক তারা কখনও পরিধান করতে পারেনা আর্থিক দুরাবস্তার কারনে।
তাদের শিক্ষা ব্যবস্হা অপ্রতুল। চা বাগানের মধ্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্হাও সীমিত। সদা কর্মব্যস্ত জীবন। সাপ্তাহিক ভাতা গ্রহন করে চা বাগানের বাজার হতে সংসারের জন্য খাদ্য দ্রব্যাদি ক্রয়ের পর যদি কিছু অবশিষ্ট থাকে তা দিয়ে ঐ বাজারের রক্ষিত মদের দোকান হতে মগ ভর্তি বাঙলা মদ কিনে খেয়ে দুলতে দুলতে নিজ গৃহে পদার্পণ করে থাকে। এইতো জীবন। তারা সকলে মিলে মিশে পাহাড়ের বিভিন্ন টিলায় বসবাস করে থাকে। প্রাথমিক চিকিৎসা সেবাও চা বাগানেই আছে। তাদের নিজস্ব ভাষায় নিজেরা কথা বলাবলি করলেও বাংলা ভাষাভাষী মানুষের সাথে সাধারনত ভাংগা বাংলায় কথা বলে থাকে। তারা হিন্দু ধর্মের অনুসারী বলে পূজা প্রাবনে কিছুটা আনন্দের সুযোগ মিলে। কভু তারা সমাজের উচু স্থানে প্রতিষ্টিত হতে পারবে এমন কোন ভাবনা তাদের মাঝে নাই। তবু তারা আছে, থাকবে এটাই নিয়তি হিসাবে গ্রহন করেছে।ামি চাকুরীর সুবাদে বহুদিন যাবৎ তাদের পাশে অবস্থান করে তাদের জীবনযাপন প্রত্যক্ষ করেছি বলেই বাস্তব ভিত্তিক লিখতে পারছি। তারা অবহেলিত হয়েও নিজেদের নিয়ে ভাবেনা। শুধু মালিকের তরে কাজ করে তথা দেশের আয় বৃদ্ধি করে যাচ্ছে নিরন্তর। জীবিকা নির্বাহ করে বেঁচে থাকাই তাদের মুল উদ্দেশ্য, তাই তাদের মধ্যে লোভ লালসা তেমন কাজ করেনা। নাগরিক হিসাবে যথাযথ সম্মান নিয়ে তারা তাদের চিরায়ীত পেশা কাজে লাগিয়ে এগিয়ে যাক তাই কামনা করি।
Leave a Reply