মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কার্যকারী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে শপথ ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদের গণু। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, সাবেক সভাপতি রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক পকু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী কচি, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক ও বিদায়ী সাধারণ সম্পাদক কামাল হোসেন। আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গণু। নবনির্বাচিত কমিটির যারা শপথ নেন তারা হলেন, সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি হাফিজুর রহমান, রফিকুল আলম, সহ-সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, কার্যকরী পরিষদের সদস্য আব্দুর ওহাব বাবলু, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন ক্যাপ জয়নাল, ফারুক হোসেন, রেজাউল হক, সাইদুল ইসলাম, খন্দকার সজীব, সিরাজুল ইসলাম, খন্দকার হামিদুল ইসলাম আজম।
Leave a Reply