মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির উদ্যোগে বিজ্ঞানশিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটার দিকে আলমডাঙ্গা হাইরোড জিস টাওয়ারের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার কৃতি সন্তান ক্যানাডা ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিস হক রাজ। তিনি বলেন, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে জ্ঞান অর্জন করার বিকল্প নেই। আমরা যত উচ্চশিক্ষায় শিক্ষিত হয় না কেন, যত বেশি বই পড়শুনা করে জ্ঞানের ভান্ডার ততো বেশি বৃদ্ধি পাবে। তাই অজানাকে জানতে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে বেশি বেশি বই পড়তে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, প্রবীণ শিক্ষক আফিল উদ্দিন, সাবেক মৎস্য কর্মকর্তা মীর আব্দুল হামিদ চৌধুরী, ইটালি প্রবাসী আব্দুল্লাহ টিপু সুলতান, কানাডা প্রবাসী নার্গিস আরা শিল্পী, হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমসহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম, দিলারা চৌধুরী। হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম এ ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, প্রভাষক এ কে এম রাজিউজ্জামান, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, শেখ শহিদুল্লাহ দুলু, শেখ শরিফুল ইসলাম, প্রভাষক আব্দুল হাই, মিজানুর রহমান, বিশ্বজিৎ সাধুখা, আলোচনা সভার শেষে প্রধান অতিথি মজিদ মেমোরিয়াল সাইন্স কর্নার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইতালি প্রবাসী আব্দুল্লাহ টিপু সুলতান এবং তার সহধর্মিনী কানাডা প্রবাসী নার্গিস আরা শিল্পী স্বয়ম্ভর লাইব্রেরীর সভাপতি এনামুল হকের নিকট বই প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply