দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চির নিদ্রায় শায়িত হয়েছেন তারাগুনিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন (৮৩)। গতকাল মঙ্গলবার বাদ আছর তারাগুনিয়া গোরস্থানপাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নাসির উদ্দিন স্যারের জানাযা নামাজে তাঁর আত্মার শান্তি কামনায় স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, তারাগুনিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম হক চৌধুরী, প্রয়াত সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে নাজমুল হুদা পটল, বিশিষ্ট সমাজ সেবক সরদার আতিয়ার রহমান ও মরহুমের জামাতাসহ নিকট স্বজন। এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় তারাগুনিয়াস্থ নিজ বাড়িতে মারা যান। নাসির উদ্দিন স্যার ১৯৪০ সালের ২৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার সাথে তারাগুনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাসির উদ্দিন স্যারের মৃত্যুতে দৌলতপুরে সর্বস্তরের শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন।
Leave a Reply