কৃষি প্রতিবেদক ।। শৌখিন বাগানিরা ছাদ কিংবা বেলকোনিতে টমেটো চাষ করতে পছন্দ করেন। টবে টমেটোর চাষে ছোটখাটো কিছু সমস্যার সম্মুখীন হতে হয় ছাদ বাগানিদের।
তাই,জেনেনিন কিভাবে টবে বা ছাদ বাগানে টমেটো চাষ করবেনৃ
মাটি ৃ
টবে টমেটো চাষের জন্য ৫০ শতাংশ মাটি, ২০ শতাংশ বালু, ১০ শতাংশ জৈব সার, ১০ শতাংশ গোবর সার, শিং কুচি ৫ শতাংশ, ৫ শতাংশ হাড়ের গুঁড়া, অল্প একটু নিম খৈল দিয়ে মাটি তৈরি করতে হবে।
ভাত পচানো মাটি দিলে ভালো সুফল পাওয়া যায়।
এছাড়া মাটির সঙ্গে জৈব সার, ভার্মি কম্পোসের পরিমাণ কম-বেশি হতে পারে।
তবে অবশ্যই ট্রাইকোডারমা বা অন্য কোনো ছত্রাকনাশক দিতে হবে।
সব কিছু দিয়ে কিছুদিন মাটি রেখে দিয়ে তারপর গাছ লাগানো উত্তম।
৭-৮ ঘণ্টা রোদ পড়ে এমন জায়গায় টমেটো গাছ ভালো হয়।
টমোটো গাছ খুব নরম; পানি বেশি দিলে গোড়া পচে যায়। তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
স্যাঁতসেঁতে মাটি থাকলে টমেটো গাছের ঢলেপড়া রোগ হতে পারে।
শীতকালে টমেটোর ফলন ভালো হয়। ২০ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রায় টমেটো ভালো হয়।
তবে কৌশল জানা থাকলে সারা বছর টমেটোর ফলন সম্ভব।
চারা ও পরিচর্যা
বীজ দিয়ে চারা করলে বীজ শোধন করে নিতে হবে।
শুধু কাকোপিট বা ভার্মিতে চারা দ্রুত বড় হয়।
বাজার থেকে চারা কিনলে ইমিটাফ পানিতে গুলে সে পানিতে দশ মিনিট গোড়া ভিজিয়ে রেখে তারপর লাগাবেন।
পাশাপাশি চারার দূরত্ব হবে ২৪ ইঞ্চি, অন্যদিকে ১৫ ইঞ্চি, এটি খুব গুরুত্বপূর্ণ।
কারণ ঘন করে চারা লাগালে ভালো ফলন পেতে যথেষ্ট বেগ পেতে হবে।
৪০ দিন বয়সি চারা লাগালে ভালো ফল পাবেন।
প্রথমে মিনি পটে চারা তারপর একটু বড় পটে নিলে ভালো করবেন।
১০ ইঞ্চি টবে একটি, একটি ড্রামে বড়জোর দুটি গাছ থাকতে পারে।
অক্টোবরে টমেটোর আবাদে হাত দেওয়া উত্তম। তাহলে অনায়াসে ফেব্রুয়ারি পর্যন্ত খাওয়া যাবে।
টমেটো গাছ শুয়ে থাকলে ফলন কম হবে।
শুরু থেকেই লাঠি বেঁধে দিন। উত্তর পাশে লাঠি বাঁধতে হবে।
টমেটো গাছের নিচের দিকে ডালপালা কেটে দিলে ফলন বেশি হবে; গাছ হালকা হবে।
কিছু কাঁচা টমেটো খেয়ে ফেলতে পারেন। তাহলে অন্যগুলো দ্রুত বড় হবে।
টমেটো গাছের খাবার হলো সরিষা খৈল, পচা পানি, সবজির পানি, অনুখাদ্য, ভার্মি কম্পোস্ট, জৈব সার, ড্যাপ সার, নিম খৈল, হাড়ের গুঁড়া ইত্যাদি। তবে মাঝে মাঝে ইপসম স্বল্প পানিতে গুলে স্প্রে করলে সুফল পাওয়া সম্ভব। ফুল আনার জন্য মিরাকুলান এবং অন্য একটি পিজি আর স্প্রে করা যায়।
ফলন:
টমেটো পাকা ও কাঁচা উভয়ই অবস্থায়ই তোলা যায়। পুষ্ট ও রোগবালাই মুক্ত টমেটো সংগ্রহ করতে হবে।
জাত ও লাগানোর সময়ের উপর নির্ভর করে ৬০ -৮০ দিনের মধ্যেই টমেটোর ফসল সংগ্রহ করা যায়।
সঠিক পরিচর্যায় প্রতি একরে ১০ থেকে ১৫ মেট্রিক টন ফলন পাওয়া সম্ভব।
ফলের নিচে ফুল ঝরে যাওয়ার পর যে দাগ থাকে ঐ স্থান থেকে লালচে ভাব শুরু হলেই বাজারজাতকরণের জন্য ফল সংগ্রহ করতে হবে।
তবে দূরে পাঠানোর জন্য একেবারে পাকা টমেটো তোলা উচিত নয়।
–লেখাটির বিভিন্ন তথ্য কৃষি তথ্য সার্ভিস ও অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। বগ্লে প্রকাশিত কোনও তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
আরো পড়ুন ৃ
জেনে নিন আধুনিক বিট রুট চাষ পদ্ধতি
যেভাবে সঠিক পদ্ধতিতে ব্রকলি চাষ করবেন
উচ্চমূল্যের সবজি স্কোয়াশ চাষ পদ্ধতি ও পরিচর্যা
সঠিক গাজর চাষ পদ্ধতি
সহজ ও সঠিক মুলা চাষ পদ্ধতি ( ১২ মাসই চাষ করুন )
সঠিক পদ্ধতিতে ফুলকপি চাষ, আগাম চাষে দ্বিগুণ লাভ!
Leave a Reply