স্পোর্টস ডেস্ক ।। লিগ টেবিলে তিনে থাকলেও শিরোপার লড়াইয়ে ভালো মতোই আছে বার্সেলোনা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে জাভির দল। কিন্তু দুই যাত্রায় দলটির সঙ্গী ভালো-খারাপ সময়।
মঙ্গলবার রাতে যেমন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে শাখতার দোনেস্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।
ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ড ও জার্মানির মাঠে ফুটবল খেলছে শাখতার। এদিন জার্মানির ভলসপার্ক স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটে গোল খায় বার্সা। ওই গোল আর শোধ করতে পারেনি দলটি।
যদিও জাভির দলের গোল শোধ করার চেষ্টায় কোন ঘাটতি ছিল না। বার্সার ধরণ অনুযায়ী, কাতালানদের পায়ে ৬৮ শতাংশ বল ছিল। গোলের লক্ষ্যে শট নিয়েছিল ১৩টি। ওই হিসেবে আবার শাখতারের ৯ শটকে খারাপ বলার সুযোগ নেই।
অন্যদিকে এসি মিলানের মাঠে গিয়ে ২-১ গোলে হেরেছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি। ম্যাচের ৯ মিনিটে মিলান স্ক্রিনিয়ার গোল করেন। তিন মিনিট পরে রাফায়েল লিও’ ওই গোল শোধ করে দেন। ৫০ মিনিটে অলিভার জিরু গোল করে হার উপহার দেয় পিএসজিকে।
মিলানের কাছে হারে পিএসজি পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জিতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। সৌদি মালিকানায় গিয়ে লিগে দারুণ ফুটবল খেলা নিউক্যাসল চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে। ৪ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে আছে মিলান। তারাও শেষ ষোলোয় জায়গায় লড়াইয়ে ভালো মতোই আছে।
Leave a Reply