কুমারখালী প্রতিনিধি ॥ তখন ঘড়ির কাটায় সকাল ৯ টা বেজে ৩২ মিনিট। তখনও কোনো শিক্ষক আসেনি বিদ্যালয়ে। বিদ্যালয়ে ঝুলছে তালা। শিক্ষার্থীরা কেউ গাছের ডালে, কেউ খেলা করছে, কেউবা আছে শিক্ষকদের অপেক্ষায়। অথচ সকাল ৯ টার মধ্যে তাঁদের বিদ্যালয়ে আসার কথা।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ২৭ নং মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।
দৈনিক ভোরের কাজজের স্থানীয় প্রতিনিধির দেওয়া খবরের ভিত্তিতে ৯ টা ৫৫ মিনিটে ওই বিদ্যালয়ে হাজির হন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. ফারহানা শবনম। তিনি বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পরে একে একে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, কোনো স্যার ১০ টায়, কেউ ১২ টায়, কেউবা আসেন বেলা ১ টারও পরে। বিদ্যালয়ে ঠিকঠাক পাঠদান করায়না শিক্ষকরা। অধিকাংশ সময়ে শিক্ষার্থীরা বাগানে খেলাধুলা করে সময় কাটায়।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা শবনম বলেন, খবর পেয়ে ৯ টা ৫৫ মিনিটে বিদ্যালয়ে এসে দেখি কোনো শিক্ষক নেই। অথচ তাঁদের ৯ টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা। শিক্ষকদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করা শর্তে একজন অভিভাবক বলেন, আমার মেয়ে ওই বিদ্যালয়ে পড়ে। মেয়ে প্রায় দিনই বাড়ি এসে আমাকে জানায় শিক্ষকরা ঠিকমতো আসেনা। ক্লাশ নেয়না। আমাদেরকে বাগানে গিয়ে খেলতে বলে। কেউই এই বিদ্যালয়ের খোঁজ খবর নেয় না। শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগ স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন বলেন, সকালে আবহাওয়া খারাপ ছিল। আর আমিতো ভ্যানে করে বিদ্যালয়ে আসি। সেজন্য আজ দেরি হয়েছে। তবে প্রতিদিনই ঠিক সময়েই আসি।
এদিকে সময় মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষককে শোকজ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। শোকজ প্রাপ্তরা হলেন – প্রধান শিক্ষক মো. ফিরোজ হোসেন, সহকারী শিক্ষক মো. সামিউল আলম, আশরাফুল ইসলাম, উত্তম কুমার বিশ্বাস ও তানিয়া ফেরদৌস তুলি। তাঁদেরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এতথ্য নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সময় মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় বিদ্যালয়ের সকল ( ৫ জন) শিক্ষকদের শোকজ করা হয়েছে। তাঁরা আগামী তিন দিনের মধ্যে জবাব দিবেন। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply