মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হোরায়রা হত্যা মামলায় আসামি মোমিনকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই মামলায় পারভেজ আহমেদ (২৮) ও আশরাফুজ্জামান ওরফে রিজনকে (৩০) ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলী।
নিহত স্কুলছাত্র এবং দণ্ডিতদের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে। দণ্ডিতদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, তালতলা গোরস্থান পাড়ার আব্দুল বারেকের ছেলে আবু হোরায়রা ২০২২ সালের ১৯ জানুয়ারী বিকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের বাবা আব্দুল বারেক বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই-তদন্ত) মিজানুর রহমান তদন্ত শেষে উল্লেখিত তিনজনের বিরুদ্ধে ওই বছরের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালতের বিজ্ঞ বিচারক চাঞ্চল্যকর এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এপিপি গিয়াস উদ্দীন ও বিবাদীপক্ষের কৌঁসুলি ছিলেন মশিউর রহমান পারভেজ।
Leave a Reply