মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) কানু চন্দ্র বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে আলমডাঙ্গা থানাধীন কামালপুর বটতলা বাজারস্থ জনৈক খবির উদ্দিন এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে পুরাতন বাজার এর মৃত হযরত আলীর ছেলে, মোঃ হায়দার আলী (৫৫), কুড়ালগাছি (পশ্চিম পাড়ার, মৃত আকবর আলীর ছেলে, ২। মোঃ মহিরুল ইসলাম (৪৫), উভয় থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।
Leave a Reply