মনোজিত মন্ডল, খোকসা থেকে।। কুষ্টিয়ার খোকসা উপজেলার রেলওয়ে স্টেশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রা বিরতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে । গতকাল রবিবার সকালে খোকসা রেলওয়ে স্টেশনে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আরিফুল আলম , খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শিল্প কলা একাডেমির সহ-সভাপতি সেলিম খোন্দকার ও খোকন হোসেন প্রমুখ। পদ্মা সেতুর রেল সেবার সুফল ভোগ করার লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুষ্টিয়ার খোকসা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য ,খোকসা রেলওয়ে স্টেশনে এক বছর যাবত স্টেশন মাস্টার না থাকালেও পার্শ্ববর্তী অন্য স্টেশন থেকে অতিরিক্ত রাজস্ব আদায় হয় । উক্ত মানববন্ধনে স্থানীয় শত শত পেশাজীবী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন । ট্রেন দুটির যাত্রা বিরতির দাবিতে এলাকাবাসীর গন স্বাক্ষর রেলওয়ে মহাপরিচালকের বরাবর প্রেরণ করেছে বলে জানা যায় ।
Leave a Reply