মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ১১ নেতা কর্মী আটক করেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর সাকিনের ৯৫ নং বলেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা মাঠের দক্ষিন পাশের নতুন ভবনের সামনে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এর বহু সংখ্যক উশৃংখল নেতাকর্মী মারাতœক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি এবং জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় ঘোষিত আগামী ৫ নভেম্বর হতে ৬ নভেম্বর তারিখ পর্যন্ত ২(দুই) দিন অর্থাৎ ৪৮ ঘন্টার অবরোধ উপলক্ষ্যে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারী স্থাপনা ধ্বংস, শান্তি প্রিয় জনসাধারণের জান মালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমা সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত স্থানে গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্কুলের মাঠে উপস্থিত হলে আসামীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে আকস্মিকভাবে ককটেল বোমার বিস্ফোরন ঘটিয়ে দিক বেদিকে দৌড়ে পালানোর চেষ্টা কালে আসামী কালিদাসপুর (উত্তরপাড়ার) মোঃ বজলুল হকের ছেলে, মোঃ মহাবুল হক(৫৫), কামালপুর চরপাড়া গ্রামের, মৃত হাজী মোফাজ্জেল মন্ডলের ছেলে মোঃ সাইদুর রহমান @ সাকের (৫৫) আলমডাঙ্গা,জহুরুলনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে, মোঃ ইমাদুল হক @ একদুল (৫৫), আলমডাঙ্গা, বুড়াপাড়ার মোঃ আসাদুল হকের ছেলে, মোঃ সাগর রহমান (৩৬), আলমডাঙ্গা, বলেশ্বরপুরের মৃত নুর মহাম্মদ বিশ্বাসের ছেলে, মোঃ সাইফুর রহমান(৪৪),
আলমডাঙ্গা, টাকপাড়া গ্রামের মৃত শাহাদৎ হোসেন মল্লিকের ছেলে,মোঃ আনোয়ার হোসেন মল্লিক (৪৫),আলমডাঙ্গা, ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামের মৃত আওলাদ আলী মন্ডলের ছেলে, মোঃ আব্দুল ওহাব মাষ্টার (৫৮)আলমডাঙ্গা,চরশ্রীরামপুরের মৃত জোয়াদ আলী
মন্ডলের ছেলে, মোঃ মঈন উদ্দিন (৫৮),আলমডাঙ্গা, কয়রাডাঙ্গা মাঝেরপাড়ার মৃত আজিজুল হকের ছেলে, মোঃ আলমগীর হোসেন (৪৫), আলমডাঙ্গা, নারায়নপুরের মৃত আইজুদ্দিন শেখের ছেলে, মোঃ তাহাজুদ্দি (৫০),আলমডাঙ্গা,শ্রীরামপুরের মৃত মতলেবের ছেলে, মোঃ নাকিব উদ্দিন আহম্মেদ (৪৭), আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাদের গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হইতে ৮ টি টিনের তৈরী জর্দ্দার কৌটার হাত বোমা সাদৃশ্য বস্তু, যাহা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো, ১০টি লোহার জালের কাঠি, যাহা বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, ৩ টুকরা টিনের তৈরী জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশেষ। যাহা বিস্ফোরিত এবং বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, ২২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply