কুমারখালীপ্রতিনিধি ॥ ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সাজানো হচ্ছে বধূসাজে।আর ৬০ জন বরযাত্রী নিয়ে গেটের লাল ফিতা কেটে খাওয়ার প্লেট ধৌত করেছেন বরযাত্রীরা। তাঁদের নিয়ে ব্যতিব্যস্ত বিয়ে বাড়ির লোকজন। আকস্মিকভাবে সেখানে এ্যাসিলান্ড এসে পণ্ড করলেন বাল্য বিয়ের আসর। বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে শুক্রবার বিকেল ৪ টার দিকে এঘটনা ঘটে। এছাড়াও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা – এই মর্মে মুচলেকা নেওয়া হয় অভিভাবকদের। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগীতা করে থানা পুলিশ। বিয়ে বাড়ির লোকদের ভাষ্য, ২৯ অক্টোরব নোটারী পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৫) সাথে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর (৩০) পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিক ও সামাজিকভাবে বিেেয়র আয়োজন করা হয়েছে। এ বিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করায় বরকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিয়ে দিবেনা – এই মর্মে অভিভাবকদের মুচলেকা ও ভূয়া বিয়ের কাগজপত্রাদি জব্দ করা হয়েছে।
Leave a Reply