কুমারখালী প্রতিনিধি ॥ ১৯৭১ সালের ৩১ শে অক্টোবর। এইদিনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিল বরইচারা গ্রামে পাক বাহিনী, আলবদর ও রাজাকারদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। সেই থেকে এই দিনটিকে যুদ্ধ দিবস হিসেবে উদযাপন করেন বীর মুক্তিযোদ্ধাগণ। আর এ উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে যদুবয়রা ইউনিয়নের বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এরআগে দিনটি উদযাপন উপলক্ষে বিল বরইচারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন সহ স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। বিল রবইচারা যুদ্ধের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবের সভাপতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। যদুবয়রা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ঠরা জানান, যুদ্ধ দিবস উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় যদুবয়রা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ টি দলের প্রায় ৬৫ জন দুই লাঠি, চার লাঠি, শর্কি খেলা, তলোয়ার ও ছুরিসহ নানান খেলা প্রদর্শন করেন। এদের মধ্যে একদল শিশু লাঠিয়ালও ছিল। লাঠিখেলায় বড়দের শক্ত হাতের বিপরীতে ছোটরাও কোনোভাবে পিছিয়ে নেই। স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন, এখন ছোট বড় সবাই তাকিয়ে থাকে ফোন আর টেলিভিশনের দিকে। তাই দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। খুব কষ্ট হয় আমার মতো অনেকেরই। আমরা বেঁচে থাকতেই হারিয়ে গেলো গ্রামীণ সংস্কৃতি। কিন্তু আজ এখানে এসে সেই শৈশবের স্মৃতির কথাগুলো মনে হচ্ছে বারবার।
লাঠিয়াল সরদার শহীদ সেখ বলেন, এখন আর কেউ লাঠি খেলার দলে আসতে চায় না। তবুও দল টিকিয়ে রাখতে নিজের নাতনীকে তৈরি করছি। ক্ষুদে লাঠিয়াল শারমিন জানায়, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। পাশাপাশি দাদুর কাছে লাঠিখেলার প্রশিক্ষণ নিই। আমার কাছে খুব ভালো লাগে ঐতিহ্যবাহি এই খেলা। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যুদ্ধ দিবস উদযাপন উপলক্ষে ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে লাঠিখেলার আয়োজন করা হয়েছে। এতে ৪টি দলে ৬৫ জন খেলোয়াড় অংশ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
Leave a Reply