মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গ থেকে ॥ গতকাল বেলা সাড়ে ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস কুমার নদে ডুবে মৃত্যু বরন কারী শিশু কণ্যা তনুর শোক সন্তপ্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। ক্যানেল পাড়ায় নানার বাড়ী পুজার সময় বেড়াতে এসেছিল শিশু তনু ও তার পিতা মাতা,কিন্তু তুনুকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না, তাদের।নির্বাহী অফিসার কে দেখে শিশুর মা কান্নায় ভেঙ্গে পড়ে,এ সময় নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস তাকে বুকের মাঝে টেনে নিয়ে সান্তনা দেন। এ সময় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে জেলা প্রাশসকের পক্ষে জেলা ত্রান ও পুনর্বাসন অধিদপ্তরের মাধ্যমে তনুর সৎকারের জন্য পরিবারের হাতে নগত ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, দিলিপ মজুমদার, পলাশ আচার্য সহ মৃত তনুর নানা, নানী সহ অনেকে। উল্লেখ্য, গত ২৫ তারিখে সকাল ১০ টার সময় আলমডাঙ্গা টকিজ সিনেমা হল সংলগ্ন কুমার নদে ডুবে শিশুকন্যা তনুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। জানা গেছে ঝিনাইদহ জেলার জোড়াদহ গ্রামের বিশ্বজিতের শিশু পুত্র তনু কর্মকার (২) মায়ের সাথে আলমডাঙ্গা টকিজ হল সংলগ্ন কুমার নদের তীরে,বর্তমান ক্যানেল পাড়ায় পুজার ছুটিতে নানা বাড়ি বেড়াতে আসে। ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে বালতি হাতে নিয়ে খেলা করছিল। হঠাৎ তনুর মা নদীর ধারে শুধু বালতি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।কাছে এসে তনুকে কোথাও না পেয়ে,তার চিল্লাচিল্লিতে আশপাশের লোকজন ছুটে আসে,এ সময় তনুর মা আস পাশের লোকজন কে ঘটনা খুলে বলে। পাড়ার লোকজন ছুটে এসে নদীর পানিতে নেমে খোঁজাখুঁজি করে, এসময় ফারুক নামের এক প্রতিবেশী যুবক পানি থেকে তনুর মৃত দেহ উদ্ধার করে। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম এসে তনুকে হারদী হসপিটালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তনুকে মৃত ঘোষণা করেন।এদিকে মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। ওসি অপারেশন জানান মৃত্যুর ঘটনা সত্য, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।তবে কোন বাদী না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। তনুর পিতা,মাতা, তনুর লাশ স্থানীয়দের সহায়তায় আলমডাঙ্গা শশ্বান ঘাটে দাহ সম্পন্ন করে।
Leave a Reply