ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন, চেয়ারম্যান নজরুল ইসলাম। গতকাল জামজামি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধুপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাড্ডু মেম্বার, মিজানুর মেম্বার, রাজিব মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার ববিতা খাতুন, ছোট বাউল, হাসিবুল, সানাউল
ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু মুছা, আরিফ মেম্বার। প্রধান অতিথি বলেন, ঢাকা-মাওয়া-জাজিরা এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এ ধরনের মহাসড়ক। এলেঙ্গা-রংপুর মহাসড়ক, আরিচা মহাসড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বছর যানবাহনের জন্য খুলে দেওয়া হবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ চলছে। যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণ কাজও এগিয়ে যাচ্ছে। গত বছর নভেম্বরে একদিন ১০০ সেতু এবং ডিসেম্বরে ১০০ সড়ক উদ্বোধন করা হয়। দেশের উন্নয়নের ইতিহাসে এ এক অনন্য অর্জন। এই অর্জনের কথা আপনাদের তুলে ধরতে হবে দ্বারে দ্বারে গিয়ে। কি করবেন তো? এই অক্টোবরেই অনেকগুলো প্রকল্পের উদ্বোধন হয়েছে, গত ৫ অক্টোবর ‘রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ অক্টোবর করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন ‘৩য় টার্মিনাল এর উদ্বোধন । গত ১০ অক্টোবর ‘ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার রেল লিংক’ প্রকল্পের ‘ঢাকা-ভাঙ্গা’অংশের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী । একই সাথে তিনি বহুল কাঙ্ক্ষিত পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন । আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলেদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু টার্মিনাল উদ্বোধন করার কথা রয়েছে। মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হবে আগামী ৪ নভেম্বর এবং দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন হবে ১২ নভেম্বর। এতো এতো উন্নয়ন। এতো এতো মেগা প্রকল্প। উন্নয়ন দেখে বি এনপির মাথা খারাপ হয়ে গেছে। কি বলেন? মাথা খারাপ হয়েছে না? এ সব মেগা প্রকল্পের কথা আপনাদের তুলে ধরতে হবে। তারপর আসেন সরকারের সাফল্য এবং অন্যান্য উন্নয়ন ও ভাতা নিয়ে। বলতে হবে সমুদ্র সীমানা বিজয় এর কথা , শ্রমিকদের মজুরী বৃদ্ধি, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, দারিদ্র্যতার হার নিম্ন পর্যায়, যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার, বয়স্ক ভাতা প্রদান, বিনামূল্যে এক কোটি শিক্ষার্থীদের হাতে বই প্রদান, মাতৃত্বকালীন ভাতা প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, বিধবা ভাতা প্রদান, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, প্রতিবন্ধী ভাতা প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মান, দেশের বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোন নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, জঙ্গি ও সন্ত্রাস দমনে সফলতা। উঠান বৈঠকে প্রধান অতিথি আরও বলেন, সরকারের সকল সফলতা ও উন্নয়নের কথা আপনাদের গণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
Leave a Reply