বশির,আলমডাঙ্গা থেকে ॥ গতকাল সন্ধায় স্টেশন পাড়া পুজা মন্ডপ কমিটির সভাপতি জয় বিশ্বাস, সম্পাদক দেবদাস বেদ সহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময় সহ পুজার সার্বিক বিষয়ে খোজখবর নেন, পরে কালিদাশপুর পুজা মন্ডপে পরিদর্শনে গেলে মন্দির কমিটির সভাপতি বাবু শুশিল কুমার ভৌতিকা ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত জেলা প্রশাসক ও তার সফর সঙ্গীদের অভ্যর্থনা জানান। সেখা জেলা প্রশাসক বেশ কিছুক্ষন তাদের সাথে মতবিময় করে সর্বিক খোজ খবর নেন। সেখান থেকে জেলা প্রশাসক আলমডাঙ্গা রথতলা দুর্গামন্দির পরিদর্শনে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান, সাইফুল ইসলাম সাইফ,অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কদির গনু, উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, ওসি বিপ্লব কুমার নাথ,ওসি অপারেশন উপস্থিত ছিলেন। রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সম্পাদক অশিম কুমার সাহা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, পরিমল কুমার কালু ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ, প্রশান্ত বিশ্বাস, পলাশ আচার্য, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এ মময় বলেন, আলমডাঙ্গা পুজা মন্দির পরিদর্শন করে দেখলাম, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল, এছাড়াও হিন্দু মুসলিম সকল ধর্মের লোক একসাথে ধর্মীয় উৎসব পালন করছে।এছাড়াও প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এমনটাই দেখতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেন, আমরা চুয়াডাঙ্গার প্রত্যেক উপজেলা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি,আলমডাঙ্গায় মন্দির পরিদর্শনে এসে আমার একটা বিষয় খুবই ভাল লেগেছে,একটি মন্দিরের দায়িত্ব পালন করেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, এমন সাম্প্রদায়িক সম্প্রতির দেশইতো দেখতে চেয়েছিল জাতির জনক, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে ভাল লেগেছে,আমরা প্রত্যেক মন্দিরে পুলিশ,আনছার সহ স্বেচ্ছাসেবক দল রেখেছি, যেন আপনারা নির্বিগ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। পরে কলেজপাড়া পুজা মন্ডপ পরিদর্শনে গেলে তাকে স্বাগতম জানান শুভেন্দু সাহা নন্দ, সম্পাদক পরিমল কুমার কালু ঘোষ। সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন। প্রতিটি মন্দিরে আনছার ও পুলিশ সদস্য সক্রিয় আছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply