ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মিদের নিয়ে উঠান বৈঠক করেন, চেয়ারম্যান নজরুল ইসলাম। গতকাল জামজামি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরপাড়া ও ৭ নং ওয়ার্ড পাঁচলিয়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে চরপাড়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৯ নং ওয়ার্ড মেম্বার মানিক মিঞা, জনসাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু মুছা, মিজানুর রহমান মেম্বর, আরিফ মেম্বার। রাজীব মেম্বরের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, লাড্ডু,আলি হোসেন,পাখি ফকির প্রমুখ।
গতকাল রাত্রিবেলা পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামজামি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামজামি ৭ নং ওয়ার্ড মেম্বার মতিয়ার রহমান, আরিফ মেম্বার,রাজীব মেম্বার।মাহাবুব মোর্শেদ মানিকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, মনছের মালিতা,আলম হোসেন, আক্কাছ আলি, জমির হোসেন প্রমুখ। উঠান বৈঠকের প্রধান অতিথি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে জনগনের মাঝে ছড়িয়ে দিতে হবে।
Leave a Reply