দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দৌলতখালী হাইস্কুল মাঠের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বলা হয়েছে আগামী ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত ঢাকা ঘেরাও কর্মসূচিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র কোন নেতা-কর্মী যদি অংশগ্রহণের লক্ষ্যে ঢাকায় যাওয়ার চেষ্টা করে তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে চৌধুরী পরিবার। এমনকি দৌলতপুরে বিএনপির নেতা-কর্মীদের ওইদিন ঘর থেকে বের হতে দেওয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। গতকাল শুক্রবার বিকেল ৫টায় দৌলতপুর সদর ইউনিয়ন যুবলীগ আয়োজিত মতবিনিময় ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম হালসানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন দৌলতপুর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মামুন কবিরাজ।
সমাবেশে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নির্মম ও নির্বিচারে হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা দৌলতপুরে প্রতিবাদ সমাবেশ ও দোয় মাহফিল করছি বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে অন্যান্য বক্তার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের একটাই চাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জনমত জরিপ করে মনোনয়ন দিবেন। কারণ দৌলতপুরের মাটিতে একমাত্র চৌধুরী পরিবার হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল। তাই আমরা আগামী নির্বাচনে এই চৌধুরী পরিবারে যাতে নৌকার মনোনয়ন আসে সেই আশা ব্যক্ত করছি।
Leave a Reply