বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা বনিক সমিতির নির্বাচনে মনোনয়ন উত্তোলনের শেষ দিনে মোট ৩৬ জনের মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন। গত ১৪ তারিখ প্রত্যাহারের শেষ দিনে ২ জন সদস্য পদপ্রার্থী আবু জাফর ডাক্তার ও আঃ সামাদ তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন, এতে করে বাকি ১০ জন সদস্য বিনা প্রতিদন্দিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হন। গতকাল ১৬ অক্টোবর বনিক সমিতির নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ করা হয়েছে।নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আরেফিন মিয়া মিলন ছাতা প্রতিক, সাবেক সভাপতি মকবুল হোসেন দোয়াত কলম ও সাইফুল ইসলাম লিটন চাকা প্রতিক। অন্যদিকে সহ- সভাপতি পদে বর্তমান সহ-,সভাপতি কামরুল ইসলাম হীরা মাছ , হাফিজুর রহমান চশমা, রফিকুল আলম দেয়াল ঘড়ি ও আব্দুল হামিদ বটগাছ। সাধারন সম্পাদক পদে খোন্দঃ আব্দুল্লা আল মামুন সাইকেল, কামাল হোসেন আনারস। সহ সম্পাদক পদে শরিফুল ইসলাম বাঘ, বাবুলর রহমান ডাব, বদর উদ্দিন হাঁস, জাহাঙ্গির আলম গোলাপ ফুল। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ আলাউদ্দিন মোরগ ও সোহানুর রহমান বাবুল হাতী। সাংগাঠনিক সম্পাদক আব্দুল লতিফ মই, আমিরুল ইসলাম লিটন চেয়ার।ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল মিনার ও আসাদুল হক তারা। দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন কলম ও ইফতেকার আহমেদ টিয়াপাখি। ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা মাসুম ফুটবল ও হাবিবুর রহমান আম প্রতিক পেয়েছে। গতকাল সন্ধা ৭টার দিকে বনিক সমিতি কার্যালয়ে নির্বাচন কমিশনার ৩৪ জনকে নিয়ে মতবিনিময় সভা করেন। তিনি জানান, নির্বাচন শান্তিপুর্ন করতে আপনাদের সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন। মনে রাখবেন আমরা শুধু মাত্র নির্বাচন করতে এসেছি,যে কয়দিন নির্বাচনী প্রচার প্রচারনা চলবে আমাদের নির্বাচনী বিধি মোতাবেক শান্তি পুর্ন ভাবে করবেন।আপনারা সমাজের বিবেক বান মানুষ,সকলেই ব্যবসায়ী, আশাকরি করি অতীতের ন্যায় এবারও বনিক সমিতির নির্বাচন শান্তিপুর্ন হবে, প্রশাসনের সকলেই সহযোগীতার আশ্বাস দিয়েছেন, বিশেষ করে ওসি মহোদয় নির্বাচনের দিন সর্বাত্তক নিরাপত্তার ব্যাবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছনে।
Leave a Reply