কুমারখালী প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিময় সহ অনুদান দিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এ উপলক্ষে আজ বিকাল সাড়ে তিনটায় স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুধাংসু কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শিশির কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় উপজেলার ৬০টি মন্দির কমিটির সভাপতি – সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। শারদীয় শুভেচ্ছা সহ মতবিনিময় সভা শেষে উপজেলার সকল পুজা মন্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অনুদান তুলে দেন আব্দুল মান্নান খান। এ উপলক্ষে পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সহ মন্ডপ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করেছেন। এবং নির্ভয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পুজা উদযাপনের উৎসাহ দিয়েছেন।
Leave a Reply