স্পোর্টস ডেস্ক ।।মালদ্বীপের বিপক্ষে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। দলের এই জয়ে গোল করেছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এই জয়ে বিশ্বকাপে বাছাইপর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে দুটি করে মোট ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
এছাড়া এএফসি এশিয়ান কাপে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে জয়ের পর দলের ডিফেন্ডার বিশ্বনাথ মন্ডল ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন। ম্যাচ শেষে তার হাতে ‘সেভ প্যালেস্টাইন’ লেখা পতাকা দেখা যায়।
ম্যাচেও বাংলাদেশ দলের ফুটবলাররা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন। রাকিব হোসেন ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে প্রথম এগিয়ে নেন। ওই গোলের পর সতীর্থদের সঙ্গে হাঁটু গেড়ে বসে এক হাত বুকে ও অন্য হাত উচিয়ে মানবতার প্রতি সমর্থন জানান তারা।
Leave a Reply