মোঃ বশিরুল আলম ॥ মোহাম্মদ ঘোরী শাসনকালে,ওমর শাহ নামে ধর্মপ্রাণ দরবেশ ১০০৬ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামে, ঘোলদাড়ী শাহী মসজিদ (এযড়ষফধৎর ঝযধযর গড়ংয়ঁব) নির্মাণ করেন। ঐতিহাসিক এ মসজিদে এখনো নিয়মিত নামাজ আদায় করা হয়। নান্দনিক কারুকাজ সংবলিত ঘোলদাড়ী শাহী মসজিদে প্রতিদিন অনেক পর্যটক ঐতিহ্যের সাক্ষী হতে দেখতে এবং নামায আদায় করতে আসেন।
Leave a Reply