আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা বন্ডবিল গ্রামের গরীব বিধবা মহিলার স্মার্ট কার্ডের ভুলের জন্য বিপাকে। পাচ্ছে ভাতাসহ অন্যান্ন সুযোগ সুবিধা। জানাগেছে,বন্ডবিল গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী মোছাঃ ফুল কুমারি তার স্মার্ট কার্ড নিয়ে পৌর নির্বাচনে ভোট দিতে গিয়ে পড়েন চরম বিপাকে। স্মার্ট কার্ডে পুরুষের ছবি। নাম ফুলকুমারি,পিতা,আসগার আলী,মাতা, শ্যামেলা বেগম। ভোট কেন্দ্রের কর্মকর্তারা তাকে ভোট দিতে দেননি। সে পরে দেখতে পারে তার স্মার্ট কার্ডে তার ছবির স্থলে একজন পুরুষ মানুষের ছবি। অসহায় গরীব ফুলকুমারি আগের কার্ডে সব ঠিক ছিল,কিন্ত এখন সে কি করবে। কার্ড হাতে দারে দারে ঘুরছে। নির্বাচন অফিসের ভুলের কারনে ফুলকুমারি পাচ্ছে না ভাতা,পাচ্ছে না অন্য কোন সুযোগ সুবিধা। সে আর কিছু চায়না,তার স্মার্ট কার্ড টি যেন সংশোধন করে দেন এটাই তার প্রত্যাশা।বিষয়টি ৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও নির্বাচন অফিসের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছে স্থানীয়রা।
Leave a Reply