কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলার বিভিন্ন হাটে-বাজারে টিএসপি, এমওপি সার সরকার নির্ধারিত মুল্যের উর্দ্ধে বিক্রি হচ্ছিল। একেতো আলু, ডিম, পেঁয়াজ, মরিচসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি তার উপর কৃষি কাজের অপরিহার্য সার অধিক মুল্যে বিক্রি হওয়ায় উপজেলা ও জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকরা পড়েছেন দুর্ভোগে। মাত্র ২১ টাকার টিএসপি সার ৯টাকা বেশিতে বিক্রি করে আসছিল কুমারখালী উপজেলার বিভিন্ন সারের দোকান। গতকাল কৃষি বিপণণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত এক দোকানীকে মাত্র ৯ টাকার লোভ সংবরণ করতে না পেরে বেশিতে বিক্রির অপরাধে জরিমানা করেছেন।
জানা যায়, ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণনের লাইলেন্স না থাকার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন মেসার্স কৃষি বিপণীর স্বত্ত্বাধিকার ফারুক আল আজমকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুয়ায়ী জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান উপস্থিত ছিলেন।
এতথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণনের লাইলেন্স না থাকায় এক সার ও কীটণাশক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply