কৃষি প্রতিবেদক ।। প্রাকৃতিক নিয়মেই চলছে পৃথিবী। লবণাক্ততা, ঝড়, বন্যা, সুনামি, বন্যপ্রাণী-উদ্ভিদ বিলুপ্তিও প্রাকৃতিক নিয়মের বাইরে নয়। নতুন কোনো উদ্ভিদ শনাক্ত হচ্ছে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে কোনো বন্যপ্রাণী। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এ পর্যন্ত দেশের ২২৬টি উদ্ভিদ প্রজাতিকে আইইউসিএন-এর ক্রাইটেরিয়া প্রয়োগ করে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিলুপ্তপ্রায় উদ্ভিদ হিসেবে তালিকাভুক্ত করেছে। আবার গবেষকরা দেশে এ পর্যন্ত ১৬৯ প্রজাতির নতুন উদ্ভিদ শনাক্ত করেছেন। টিস্যু কালচারের মাধ্যমে বিলুপ্তপ্রায় উদ্ভিদের বংশবিস্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এমনি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল তালিপাম। এদের বৈজ্ঞানিক নামCorypha taliera.গোত্র Arecaceae. একটি মনোকার্পিক গুপ্তবীজি উদ্ভিদ। এ উদ্ভিদ জীবনে একবার ফুল ও ফল দিয়ে মারা যায়। তালিপামের কাণ্ড ১০ মিটার উঁচু, ব্যাস প্রায় ৭০ সেন্টিমিটার পর্যন্ত। পাতা লম্বাবৃন্ত যুক্ত। পাতা প্রায় গোল, পুষ্পমঞ্জুরি ৬ মিটার বা তার চেয়েও বড়, দেখতে পিরামিডের মতো। এদের ফুল সপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়। ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কাছে অবস্থিত তালিপাম গাছটি ১৯৭৯ সালে কেটে ফেলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত একটি তালিপাম গাছকে পৃথিবীর সর্বশেষ বন্য তালিপাম সদস্য বলে অভিহিত করেন উদ্ভিদবিজ্ঞানীরা। এ প্রজাতিকে ২০০১ সালে অতিবিপন্ন হিসেবে ঘোষণা করা হয়। ষাট বছরাধিক বয়সে উদ্ভিদটিতে ২০১০ সালের নভেম্বর মাসে ফুল আসে এবং ২০১২ সালে মারা যায়। এ গাছটির বীজ থেকে ৫০০টি চারা উৎপাদন করে বন বিভাগের মাধ্যমে বিভিন্ন এলাকায় রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান ও মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনেও একটি চারা রোপণ করা হয়েছে। Ex situ প্রক্রিয়ায় তালিপামের বংশধারা অব্যাহত রাখায় আইইউসিএন ২০১৩ সালে তালিপামকে Extinct in the wild ঘোষণা করেছে। বন্য অবস্থায় এ প্রজাতিটি পৃথিবীর অন্য কোথাও আছে কিনা জানা যায়নি।
Leave a Reply