ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট ভূষি গোখাদ্য বিক্রি করায় অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়া নাহিদ ও উপজেলা প্রানী সম্পদ অফিসের সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মুস্তাকিম অভিযান চালিয়ে ডাউকি আনন্দধাম ব্রীজ মোড়ের মুন্সী টেডার্স নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ন নষ্ট ভুষি,গোখাদ্য দেখতে পায়।এসময় ডাঃ মুস্তাকিম জানান পশু খাদ্য গুলির মেয়াদ উত্তির্ন এবং নষ্ট।এসময় উপজেলা সহকারি কমিশার ভুমি রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালদ বসিয়ে মালিককে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট ভূষি গোখাদ্য হিসেবে বিক্রি করার অপরাধে ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এবং বেশ কিছু গোখাদ্য যে গুলি নষ্ট ও মেয়াদ উত্তির্ন সব ভুষি ও গোখাদ্য পাশে নদীতে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে।এ সময় সহকারি কমিশার/ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদ আশপাশের দোকান তরারকি করেন।বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply