ঢাকা অফিস ।। অআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধি দলের কাছে ঋণের শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়ানোর কর্মপরিকল্পনা তুলে ধরেছে এনবিআর। তবে আইএমএফের কর্মকর্তারা উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে এনবিআরকে আরও তৎপর হওয়ার সুপারিশ করেছেন।
বাংলাদেশের জন্য অনুমোদিত ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফর করছে আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে একটি মিশন। তারা গতকাল বৃহস্পতিবার এনবিআর এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
ঋণ কর্মসূচির আওতায় আইএমএফের অন্যতম শর্ত হচ্ছে, চলতি অর্থবছরে কর-জিডিপির অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়াতে হবে। এ শর্ত পূরণে এনবিআরকে চলতি অর্থবছরে ৪ লাখ ৫০০ কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে, যা গত অর্থবছরের চেয়ে ৬৪ হাজার কোটি টাকা বেশি। এক বছরের ব্যবধানে এত বড় প্রবৃদ্ধি কীভাবে হবে তার কর্মপরিকল্পনা গতকাল এনবিআরের সদস্য মো. মাসুদ সাদিক, ড. সামস উদ্দিন আহমেদ এবং জাকিয়া সুলতানার নেতৃত্বে পৃথক তিনটি বৈঠকে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়েছে।
জানতে চাইলে বৈঠকে উপস্থিত এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো, আমদানি পর্যায়ের শুল্কহার ধীরে ধীরে কমানো ও করের আওতা বাড়ানোর পরামর্শ ছিল আইএমএফের। কিন্তু এগুলো যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। এ ছাড়া আয়কর, ভ্যাট ও কাস্টমসের অটোমেশনে ধীরগতি নিয়ে মিশন উদ্বেগ প্রকাশ করেছে। তারা আগামী সোমবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকের পর আয়কর, ভ্যাট ও কাস্টমসের সঙ্গে আবারও বৈঠক করার আগ্রহ দেখিয়েছে।
বৈঠকে বলা হয়, কাস্টমস থেকে গত ২০২২-২৩ অর্থবছরে ৯৯ হাজার ৮০০ কোটি টাকার রাজস্ব এসেছে। শর্ত অনুযায়ী চলতি অর্থবছরে এই উৎস থেকে ১ লাখ ১৮ হাজার ৭০০ কোটি টাকা আহরণ করতে হবে। এ ছাড়া বেশ কিছু পণ্য আমদানিতে শুল্ক পরিবর্তন করা হয়েছে। এর ফলে বাড়তি ১ হাজার ২৪৫ কোটি টাকার রাজস্ব আসবে। এ ছাড়া গত অর্থবছর পর্যন্ত পেট্রোবাংলার মাধ্যমে পেট্রোলিয়াম পণ্য আমদানি বাবদ শুল্ক বকেয়া রয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে পেট্রোবাংলা থেকে ৩ হাজার ৫৮৩ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট উইং সভায় জানায়, এ খাত থেকে গত অর্থবছর রাজস্ব এসেছে ১ লাখ ২১ হাজার কোটি টাকা। শর্ত অনুযায়ী চলতি অর্থবছরে এ খাতে রাজস্বের প্রয়োজন ১ লাখ ৪৩ হাজার ৯০০ কোটি টাকা। চলতি বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হয়েছে। এর ফলে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার বাড়তি ভ্যাট আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব উদ্যোগের কারণে চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত রাজস্ব আসবে আশা করা যাচ্ছে।
গত ২০২২-২৩ অর্থবছরে আয়কর খাত থেকে রাজস্ব আহরণ হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯০০ কোটি টাকার। চলতি অর্থবছরে এ খাত থেকে রাজস্বের প্রয়োজন রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮০০ কোটি টাকা। এ খাত থেকে বাড়তি কর আহরণে পাঁচটি উপখাত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি নিবন্ধন থেকে বাড়তি ৩ হাজার কোটি, জলবায়ু সংক্রান্ত সারচার্জ ও ন্যূনমত কর থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা করছাড় কমিয়ে ২৫০ কোটি, তামাক কর থেকে ৩০০ কোটি এবং ভ্রমণ কর থেকে বাড়তি ৫০০ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
গত ২০২২-২৩ অর্থবছর এনবিআরের জন্য ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল আইএমএফ। কিন্তু এনবিআর আহরণ করেছে ৩ লাখ ৩৬ হাজার ৫০০ কোটি টাকা। এনবিআরের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে, ডলার সংকটের কারণে কিছু কড়াকড়ি আরোপ করায় তুলনামূলক আমদানি কমেছে। তাছাড়া কভিড ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ব্যবসা-বাণিজ্যে শ্লথগতি থাকায় কাঙ্ক্ষিত হারেও শুল্ক-কর আদায় সম্ভব হয়নি। আইএমইডির সঙ্গে বৈঠক গতকাল দুপুরে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক সোহেল রহমানের সঙ্গেও বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। এ সময় তারা সাসটেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট পলিসি তৈরির অগ্রগতি জানতে চান। এ প্রসঙ্গে মিশনকে জানানো হয়, সাসটেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট পলিসির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেটা এখন কেবিনেটে আছে। এ নীতি বাস্তবায়ন হলে সরকারি কেনাকাটায় যেমন স্বচ্ছতা বাড়বে, তেমনি পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কিছু কেনার অনুমতি দেওয়া হবে না।
Leave a Reply