বশির,আলমডাঙ্গা থেকেঃ আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত হয়েছে। এ,উপলক্ষে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। তিনি বলেন, এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে,
কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা।
বিশ্ব শিক্ষক দিবসে আলমডাঙ্গা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের সামাজিক মর্যাদা, মান সম্মত বেতন ও শিক্ষক সুরক্ষা আইনের বাস্তবায়ন সহ শিক্ষকদের জীবন মানের উন্নয়ন কামনা করেছে। তিনি বলেন, আমি আমার জীবনে স্মৃতিচারণ মুলক কিছু কথা আজ আপনাদের সাথে শেয়ার করছি,২০০৪ সালে স্কুলে পড়ার সময় তখন শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক ছিল পিতা পুত্র বা কন্যার মত। আমরা এখনও সেই শিক্ষকদের দেখলে শ্রদ্ধায় মাথা নত করি।
সেই সাথে সকল শিক্ষকদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খাঁন, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর উপস্থপনায় বক্তব্য রাখেন শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ড,মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক আলমগীর কবির প্রমুখ। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ে মোট ২০ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
Leave a Reply