স্পোর্টস ডেস্ক ।। এএফসি কাপ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ঢাকার বিমানবন্দরে মাদক কাণ্ডে বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার অনির্দিষ্টকালের জন্য ক্লাব থেকে নিষিদ্ধ হয়েছেন। সেই পাঁচজনকে জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের ক্যাম্পেও তাদের নেননি কোচ হাভিয়ের কাবরেরা।
বুধবার রাতে তাদের ছাড়াই বাকি ১২ জন ফুটবলারকে ডেকেছেন স্প্যানিশ কোচ কাবরেরা। পাঁচ ফুটবলার আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ আগে থেকেই ক্লাবের অনুশীলনের বাইরে। প্রথম চারজন তো জাতীয় দলে নিয়মিত। এখন কাবরেরার সিদ্ধান্ত অনুযায়ী চারজনের কেউই আপাতত জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। আর সবুজ তো আগে থেকেই অনিয়মিত। গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন ও অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন জাতীয় দলের নিয়মিত মুখ।
আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ফুটবলার ছাড়া বাংলাদেশ দল বেশ ঝুঁকির মধ্যে থাকবে। মালদ্বীপ বাধা পার হতে না পারলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলতে পারবে না। আগামী দেড় বছরের বেশি সময় ফিফা ফ্রেন্ডলি ছাড়া আর কোনো খেলার সুযোগ থাকবে না।
ডাক পাওয়া খেলোয়াড়েরা হলেন- মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, তাজ উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, আমিনুর রহমান সজীব, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
Leave a Reply