ক্রীড়া প্রতিবেদক ।। এএফসি কাপে গ্রুপপর্বের লড়াইয়ে সোমবার ওড়িষার বিপক্ষে হুট করেই পাঁচ ফুটবলারকে ছাড়া নেমেছিল বসুন্ধরা কিংস। যদিও নিজেদের মাঠে ভারতীয় ক্লাবটিকে হারাতে কোনো সমস্যা হয়নি কিংসদের। তবে ম্যাচের আগে ও পরে আলোচনা ছিল পাঁচ ফুটবলের না থাকার বিষয়টি। ওই পাঁচ ফুটবলারকেই নিষিদ্ধ করেছে তাদের ক্লাব বসুন্ধরা কিংস।
এবার এই পাঁচ ফুটবলারকে নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। পাঁচ ফুটবলার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন।
জানা গেছে, পাঁচ ফুটবলার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে মালদ্বীপ যায় বসুন্ধরা কিংস। মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় দেশের চ্যাম্পিয়ন দলটি। এরপর ফেরার পথে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়েন এই ৫ ফুটবলার।
Leave a Reply