বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা থানা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত। গতকাল বিকেল ৩ টার দিকে থানা চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওসি তদন্ত একরামুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, পৌর শাখার সাধারন সম্পাদক পলাশ কুমার আচার্য,
পুজা উদযাপন কমিটির পৌর শাখা সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, সাধারন সম্পাদক জয় কুমার বিশ্বাস, সহ-সাধারস সম্পাদক সুধাংশু কুমার ব্যানার্জী, স্টেশন পাড়া মন্দির কমিটির সম্পাদক দেবদাশ ব্যাধ, গোবিন্দপুর মাঠপাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি, আদিকুমার ব্যাদ, বাবুপাড়া মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ বিশ্বাস, সম্পাদক তন্ময় বিশ্বাস, ক্যানেল পাড়া মন্দির কমিটির সভাপতি দেবদাস দে,সম্পাদক লিপন কুমার, বিশ্বাস, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সম্পাদক অসিম কুমার সাহা,কলেজপাড়া মন্দির কমিটির সভাপতি বিষ্ণু অধিকারী, সম্পাদক সঞ্জিদ অধিকারি,কলেজ পাড়া মন্দির কমিটির সভাপতি শুভেন্দু সাহা নন্দ, সম্পাদক পরিমল কুমার ঘোষ, গোবিন্দপুর দাসপাড়া মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল দাস, সম্পাদক সদয় দাস, পুরাতন বাসস্ট্যান্ড কমিটির সম্পাদক অমিত ব্যানার্জি,আনন্দধাম দাসপাড়া মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার দাস, সম্পাদক শিপন দাস, বন্ডবিল মন্দির কমিটির সভাপতি শ্যামাসুন্দর বিশ্বাস, সম্পাদক প্রদিপ গড়াই, হরিতলা মন্দির কমিটির সভাপতি শুনিল সাধুখা, সম্পাদক বিজয় কুমার সিহি, বালক সংঘ ক্যানেলপাড়া মন্দির কমিটির সভাপতি রাজকুমার অধিকারি, সম্পাদক বিজন কর্মকার, আনন্দধাম পশ্চিমপাড়া মন্দির কমিটির সভাপতি শিবনাথ কর্মকার, সম্পাদক রিঙ্কুদত্ত। এছাড়াও থানার এসআই আসিকুল হক,এসআই মারজান আল মোনায়েম,এসআই তরিকুল ইসলাম,এসআই আমিনুল হক প্রমূখ।
Leave a Reply